সেতারা আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ


প্রতিষ্ঠানের ইতিহাস

অশিক্ষিত ও নিরক্ষর মানুষকে শিক্ষার আলো দেখাতে ও লাহা এষ্টেটের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের সু-শিক্ষিত করতে ১৯২৪ সালে এ বিদ্যালয়টির পদযাত্রা  শুরু হয়। ১৯২৫ সালের ২১ জানুয়ারী কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিদ্যালয়টির অনুমোদন পায়। তখন শিক্ষকগন কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগ প্রাপ্ত হতেন। লাহা ষ্টেট যাবতীয় খরচ বহন করত। ১৯৪৭ সালের পর বিদ্যালয়টি সরকারী প্রতিষ্ঠান হিসেবে একীভূত করে ।পরে এক বিশেষ আদেশে অত্র প্রতিষ্ঠানটি ছাড়া লাহা ষ্টেটের অন্যান্য প্রতিষ্ঠান গুলি সরকারী ঘোষনা করা হয়। দেশ স্বাধীনের পরেও এ বিদ্যালয়টি বেসরকারী হিসেবে পরিচালিত হয়ে আসছে।

            বর্তমানে অত্র বিদ্যালয়ে এস.এস.সি সাধারণ , এস.এস.সি ভোকেশনাল ও বাউবি  শাখায়  ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে।

Twitter